ঢাকাশনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গী যারা

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০১৬ , ০১:১০ পিএম


loading/img

আমেরিকার নবনির্বাচিত ডোনাল্ড ট্রাম্প। আসছে জানুয়ারি হোয়াইট হাউসের চাবি পাচ্ছেন।জেনে নেয়া যাক সেখানে কে কে থাকছেন তার সঙ্গে-

বিজ্ঞাপন

মেলানিয়া ট্রাম্পঃ আমেরিকার ফার্স্ট লেডি’র মর্যাদা পাচ্ছেন মেলানিয়া ট্রাম্প। স্লোভেনিয়ায় জন্ম নেয়া সাবেক মডেল মেলানিয়ার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বিয়ে হয় ২০০৫ সালে।

ব্যারন ট্রাম্পঃ ট্রাম্প-মেলানিয়া দম্পতির পুত্র ১০ বছরের ব্যারন ট্রাম্প। বাবার সঙ্গে গলফ খেলতে ভালোবাসে সে। ব্যারন মায়ের ভাষা স্লোভেনিয়ানও ভালো বলতে পারে।তবে নির্বাচনী প্রচারণাকালে তাকে মিডিয়া নজরের বাইরেই রাখতে দেখা গেছে।

বিজ্ঞাপন

ইভানকা ট্রাম্পঃ প্রথম স্ত্রী ইভানার ঘরে ডোনাল্ড ট্রাম্পের বড় মেয়ে। ট্রাম্প অর্গানাইজেশনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন ইভানকা। ক্যারিয়ারের শুরুর দিকে তিনি মডেলিং করতেন। বাবার নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করতে দেখা গেছে তাকে। ২০০৯ সালে ইহুদি স্বামী জারেডকে বিয়ে করে  ইহুদি ধর্ম গ্রহণ করেন তিনি।

জারেড কুশনার: ডোনাল্ড ট্রাম্পের বড় মেয়ে ইভানকার স্বামী জারেড কুশনার। তিনি নিউইয়র্কের সাপ্তাহিক অবজারভার পত্রিকার মালিক।

ডোনাল্ড ট্রাম্প জুনিয়র: ইভানা-ট্রাম্পের বড় ছেলে, ইভানকা ট্রাম্পের ভাই। তিনি ট্রাম্প অর্গানাইজেশনের ভাইস প্রেসিডেন্ট। প্রাণি শিকারের পর সেগুলোর সঙ্গে ছবি তুলে সমালোচনার শিকার হয়েছেন তিনি।

বিজ্ঞাপন

ভেনেসা ট্রাম্প: ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের স্ত্রী। ২০০৫ সালের তাদের বিয়ে হয়। এই দম্পতির ৫ সন্তান রয়েছে। নিয়মিত শুটিং প্র্যাকটিস করেন তিনি।

বিজ্ঞাপন

কাই ট্রাম্প: ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এবং ভেনেসা ট্রাম্পের বড় ছেলে। তার আরো ৪ ভাই বোন রয়েছে।

এরিক ট্রাম্প: ইভানা আর ডোনাল্ড ট্রাম্পের তৃতীয় সন্তান। তিনিও ট্রাম্প অর্গানাইজেশনের ভাইস প্রেসিডেন্ট। তিনি ট্রাম্প ওয়াইনারির প্রেসিডেন্ট এবং গলফ ক্লাবের দেখাশুনা করেন। ২০০৬ সালে তিনি এরিক ফাউন্ডেশন তৈরি করেন, যেটি শিশুদের জীবনের ঝুঁকি রয়েছে, এমন রোগ প্রতিরোধে গবেষণা করে।

লারা ইয়োনাস্কা: এরিক ট্রাম্পের স্ত্রী। সাবেক টেলিভিশন প্রোডিউসার লারা ২০১৪ সালে এরিককে বিয়ে করেন। লারা প্রাণী রক্ষা বিষয়ক একজন আইনজীবী। সে সঙ্গে ট্রাম্প ফাউন্ডেশনের সঙ্গেও জড়িত।

ট্রাম্প পরিবারের এ সদস্যরা হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গী হবেন বলেই ধারণা করা হচ্ছে।

এফএস/ এসজেড

 

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |